[justify]দুই দিন আগেও আমার ফেইসবুক স্ট্যাটাস ছিলঃ "একটা ফকিন্নি (!!!) টিমের লগেও বাংলাদেশ এইডা কি খেলতাছে !!!!", আর আজকে "হিপ হিপ হুররররররররররররররররররররে"। এটাই দেশপ্রেম, ভালবাসি বলেই গালি দেই আবার উল্লাসও করি। দেশে থাকলে কি করতাম বুঝতে পারছিনা, বিদেশে বেশী কিছু করারও নেই। ফেইসবুকে স্ট্যাটাস পরিবর্তন করা আর চ্যাট করে অভিনন্দন প্রকাশ করা ছাড়া আর কিছু করার থাকেনা। আজকে টেষ্ট জয়ের পর কয়েকজন...