শরদিন্দু শেখর চাকমা। মানবাধিকার কর্মী ,সাবেক রাষ্ট্রদূত এবং অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব।
যোগাযোগঃ saradindu.s.chakma@gmail.com
২০০১ সালের সাধারণ নির্বাচনে খালেদা জিয়া প্রধানমণ্ত্রী হন।এরপর সারাদেশে সংখ্যালঘুদের উপর মহাদুর্যোগ নেমে আসে। মানবাধিকার চরম ভাবে লঙ্ঘিত হতে থাকে।তবে মানবাধিকার লঙ্ঘনের চরম শিকার হয় পার্বত্য চটগ্রামের আদিবাসীরা।
উল্লেখ্য জেনারেল জিয়া তার রাজত্বকালে পার্বত্য ...