আদর্শ তো মেঘের মত, হায়!
জীবন থাকে চামড়া-হাড়ে-গায়
মেঘের মত হালকা হয়ে বায়ুর চালে শূণ্যে থেকে
একটু কেঁদে ভাব সখী - জীবন বোঝা যায়?
হাড় দিয়ে কি ভাবনা গড়ে? ভাবনা দিয়ে হাড়?
প্লেটো থেকে চার্বাকে তার কতই না কারবার
মার্কস্ সাহেবই ভালো,
মানতে যদি তাঁর কথাটি - 'আদর্শ না, গাত্র বিধি'
এই জীবনের কতনা রাত পূর্ণ হত, আলো...