আপনারা যারা গণিত অলিম্পিয়াডের খোঁজ খবর রাখেন তারা নিশ্চয়ি জানেন যে ২০০৫ থেকে বাংলাদেশ এই গণিত অলিম্পিয়াডে যাচ্ছে। আজ থেকে বছর দশেক আগে প্রফেসর জাফর ইকবাল, বুয়েটের ডঃ কায়কোবাদ এবং জামিলুর রেজা চৌধুরী,প্রথম আলোর মনির হাসান যে গণিত আন্দোলন শুরু করেছিলেন----আজ এতদিন পরে তার ফসল উঠে আসল আমাদের আঙ্গিনায়।
জার্মানীর ব্রেমেনে অনুষ্ঠিত ৫০তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে বাংলাদেশের দ...