ক্রিস্টিয়ানো রোনালদো এখন রিয়াল মাদ্রিদের। নতুন দলের হয়ে এখনও পায়ে বল তুলে নেননি তিনি, অনেকটা মুক্ত বিহঙ্গের মতো বিচরণ করে বেড়াচ্ছেন বর্তমান সময়টুকু। আজ প্যারিস হিলটনের বাহুডোরে তো কাল অন্য কোথাও। সেই রোনালডোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড রোনালডোর ট্রান্সফার ফি বাবদ ইতিমধ্যেই বাগিয়ে নিয়েছে ৮০ মিলিয়ন পাউন্ড...