লেখাঃ ঋদ্ধ
আগুন লাগা
লাল শিমুল বনে,
তোমায় দেখি।
তাকিয়ে দেখি,
মধুমাখা আবাস
তোমার সেথা।
ঘুরে বেড়াও,
ছোটাছুটিতে দিন
কাটে তোমার।
তোমার সেই
রূপের যাদু আজ,
মাতালো মোরে।
শুনে চলেছি,
গুনগুন গানের
মৌমাছি তুমি!
[justify]
- ছোটবেলায় গ্রামের বাড়ীতে গেলে সব সময় বড় শিমুল গাছটার দিকে অবাক চেয়ে থাকতাম। বিশাল একটা মৌচাক ছিলো সেখানে। আজ হঠাৎ সে স্মৃতি মনে পড়ে গেলো, তাই হাইকু লেখার চেষ...