১
আমি গত কয়েকদিন বেশ রক্তগরম অবস্থায় আছি। সব দোষ মিচেনার সাহেবের। ওয়েস্ট ইন্ডিজের ইতিহাস, কালোদের ওপর সাদাদের অত্যাচারের কাহিনী পড়ে স্থির থাকা যায় না। ব্লগে লেখার খুব ইচ্ছা, কিন্তু পড়তে গিয়ে লিখতে সময় পাই না, আর এক একবারে ২০০-৩০০ পৃষ্ঠা পড়ে ফেলি। ফলে লিখতে গিয়ে কি লিখবো ভেবে লেখা থামিয়ে দেই। ওহ, আর এই সময়ই দেখি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েই যাচ্ছে বাংলাদেশ। কেমন জানি কষ্ট লাগছ...