উইন্ডস অব ওয়ার উপন্যাসটি ১৯৭১ সালে প্রকাশিত হয়েছিল। লেখক হারমান ওক। এই বইয়ের কাহিনী নিয়ে আশির দশকে বিটিভিতে একটি মিনি সিরিজ প্রচারিত হএছিল--সচলের অনেক সদস্য, পাঠক ও অতিথির মনে থাকলেও থাকতে পারে।
বইয়ের ঘটনা প্রায় হাজার পাতাজুড়ে বিস্তৃত, সংক্ষেপে বলা দুঃসাধ্য; তাই শুধু সারসংক্ষেপ উপস্থাপন করা যাক।
শুনেছি বাংলায় আঁতেল শব্দটির আগমন ফরাসি অ্যঁতেলেকচুয়েল শব্দটির লেজ ধরে, তবে ব্যঙ্গাত্মক জাত্যর্থে। মোদ্দা কথা এই— যে ব্যক্তি বা গোষ্ঠী তাঁর বা তাঁদের বুদ্ধিবৃত্তির লেবুটি নিংড়ে অন্যের মুখ তিক্ত করতে ওস্তাদ, তাঁরাই মূলত ওই সকল তিক্তমুখ জনতার ঋণাত্মক ভালোবাসায় আঁতেল খেতাবধারী। তবে এমনও হতে পারে যে— বিষয়বস্তুর আঁত নিয়ে ঘাঁটতে ভালোবাসেন যাঁরা, তাঁরাই আঁতেল। আমার আশাবাদ এই দ্ব...