হন্তদন্ত হয়ে অফিসে ঢুকে মোখলেস। আজও ১ ঘন্টা লেট। রিসিপশন থেকে ৯ টা ১৫ মিনিটে খাতা চলে যায় বসের রুমে। দেরী করলে ওখানে গিয়েই সই করে আসতে হয়।
টেবিলের উপর রাখা বিলের কপিটা নিয়ে বসের রুমের দিকে এগোয় সে। এই ফাঁকে মনে মনে জপে নেয় উত্তরা থেকে ধানমন্ডির দুরত্ব। বাস সার্ভিসগুলোর সেবার মান নিয়েও ভেবে নেয় ১ বার। ডে-লাইট সেভিংয়ের নামে ঘড়ির কাটা ১ ঘন্টা এগিয়ে দিয়ে কার কী লাভ হলো সেই হিসেবটাও ...
- আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো?
: তোমার যে মাঝে মাঝে কী হয়! যত্তোসব!
- ইশ্বরের কাছে আমি রোজ একটা প্রার্থনা করি। আমি নিশ্চিত তিনি আমার কথা শুনবেন।
: লাইটটা অফ করে দিয়ো শোয়ার আগে।
- ভালোবাসি, এটা তুমি যেদিন মিথ্যে করে বলবে, ইশ্বর যেন সেদিনই আমার মৃত্যু অনিবার্য করেন!
: কী জানি জিজ্ঞেস করছিলে তখন?
- তুমি কি আমাকে ভালোবাসো?
:হ্যা, ভালোবাসি!
কাকতাড়ুয়া
kaktarua09@জিমেইল.কম