উইকিসোর্সে জগদীশচন্দ্র বসুর একটা রচনা যোগ করতে গিয়ে ব্যাপারটা প্রথম খেয়াল করলাম। যে- ইউনিকোডে সম্ভবত ড্যাশের ব্যবহার নেই। প্রথমে খটকা লাগলেও পরে অভ্র, প্রভাত, ইউনিজয়, ইউনিবিজয় ইত্যাদি কি-বোর্ডেও খোঁজাখুজি করে নিশ্চিত হলাম- আসলেই ইউনিকোডে ড্যাশ নেই। তাও সন্দেহ কাটছিলো না। আমি টেকি নই- যে কারণে 'নিশ্চয়ই কোথাও না কোথাও আছে' ধারণা করে বেশ কয়েকটা দিন কাটিয়ে দিলাম।
আজ সকালে উইকিপি...