একটা পোস্টার বানানোর খায়েশ মাথায় ঘুরপাক খাচ্ছিলো সেই কবে থেকেই। কিন্তু ঘটনার জটিলতা আর বিষয়ের অভাবের কারণে হয়ে উঠছিলোনা কিছুতেই।
অনেক ভেবেচিন্তে ঠিক করলাম, সবাই মরা পোস্টার বানায়, আমি বানাবো জ্যান্ত পোস্টার। মানে আমার পোস্টার নড়বে চড়বে। তো সেটার জটিলতা হলো আরেক কাঠি সরেস। খালি মাথায় পোকা কিলবিল করলেই তো হবে না, ঘটনা ঘটানোর ক্ষ্যামতাও তো থাকতে হবে!
এখানে সেখানে খোঁচাখুঁচি...