মৃদুল-মৌনামী-উদিতা (সৌরাত্রি এই এলো বলে!) তোর ভালোবাসার শুদ্ধতাতেই হয় প্রতিটা ভোর।
আর ফুটফুটে এক কন্যা দিয়ে সাজানো সংসার।
সেই সংসার জুড়ে এখন কন্যা হলো দুই... ওদের নিয়ে এমন করেই ভালো থাকিস তুই!