Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

কেমন আছে বাংলাদেশ?

৬৫+৩ খুন এবং গাড়ি চলে না চলে না চলে নারে...

মূর্তালা রামাত এর ছবি
লিখেছেন মূর্তালা রামাত (তারিখ: শনি, ২২/০৮/২০০৯ - ১০:০৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

দিন বদলের বুলি আউড়ে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সরকার কেমন চালাচ্ছে দেশ- তা নিয়ে নানা মুনির নানা মত রয়েছে।কারো কারো মতে দেশ আগের চেয়ে ভালো চলছে- আলহামদুলিল্লাহ, কেই বলছেন- যে লাউ সেই কদুই-তো মনে হচ্ছে। এই বিতর্কে পক্ষ বিপক্ষ নেয়ার জন্য আমরা চোখ বুজে রবীন্দ্রনাথের শিলাইদহখ্যাত কুষ্টিয়া জেলার উদাহরণ টানতে পারি।

গত কয়েকদিন ধরে ছোট্ট এই নিরিবিলি শহরটি খবরের শিরোণামে উঠে এসেছে বারবার...