১
আজকে দুপুরের দিকে এই লেখাটার ধারনা হঠাৎ ধুম করে মাথায় ধাক্কা মারলো। সারাদিন বাইরে ছিলাম, ফলে লেখা হয়নি, লেখা মাথায় খালি পেঁচিয়েই গেছে। এখন রাত ১২:১৭তে লিখতে বসলাম, ব্যাপক ঘুম পাওয়া সত্ত্বেও, কারন ধারণাটা *বেশ* আগ্রহজনক।
সতর্কীকরণ: এ লেখায় একটি হুগো-বিজয়ী উপন্যাস, ওরসন স্কট কার্ডের 'এন্ডার'স গেম' এর স্পয়লার আছে। নিজ দায়িত্বে আগান।
ওহ, আর সবার আগে একটু অপ্রাসঙ্গিক একটি ভু...