মদের বোতলে মাতালের থাকে
মৃতু্যর উল্লাস,
ছিপি খোলা হলে সংকেতে জাগে
চিনে বাসনের লাশ।
বিবমিষাময় ক্লান্ত নগরে
রজনীর চুল যতো,
তারও চেয়ে ঢের গিলেছো পাঁচন
রমনদূতের মতো।
১
গত ৩০ বছরে পৃথিবী অনেকটাই পাল্টেছে, কেবল ৩০ বছর আগে যেভাবে কল্পনা করা হয়েছিল, হয়তো সেভাবে না।
দুনিয়া যে পাল্টেছে, বহুৎই পাল্টেছে, তার একটা উদাহরণ চার্লস স্ট্রসের [১] থেকেই মেরে দেই [২]: ১৮০৯ সালে ইংল্যান্ডের 'হোম কাউন্টিগুলো' স্টেজকোচে পৌঁছাতে যেই সময় লাগতো, এখন সারা পৃথিবী ঘুরতেই সেই সময় লাগে! ২০০ বছরে সারা পৃথিবীর দূরত্ব ইংলিশ হোম কাউন্টিগুলোর সমান হয়ে গেছে।
তবে, ৩০ বছর ...