সকালে যে সূর্যটা কোমল আলোর স্ফীত হাসি ছড়িয়ে প্রকৃতিকে অপরুপা করে পৃথিবীর বুকে আবির্ভূত হয়, সেই সূর্যটাই ভর দুপুরে তীর্যক আলো দিয়ে এই পৃথিবীটাকে উত্তপ্ত করে, মাঝে মাঝে অসহনীয় করে তুলে। আবার সময়ের ঘূর্ণিপাকে ঘুরতে ঘুরতে সাঝের বেলা আধারে হারিয়ে যায় কোন প্রকার বিয়োগ ব্যাথ্যা ছাড়া। এরপরও আমরা প্রতিদিন মুখিয়ে থাকি সকালের নতুন সূর্যের আশায়। সূর্যের অনপুস্থিতি আমাদের কাছে এক সেক...