'দ্য ওয়্যার' দেখে শেষ করলাম কিছুক্ষণ আগে। ৫ সিজন, ৬০টা পর্ব। নিজের স্ট্যামিনা দেখে নিজেই অবাক। এক-দেড় সপ্তাহে ৬০ ঘন্টা দান করা তো মুখের কথা না। এই উইকেন্ডটা (আর এর আগেরটাও) ওয়্যার বাবাজিই খেয়ে ফেললো।
যাই হোক, পুরোপুরিই worth it ছিল। কোন দুঃখ নেই। এরকম টিভি সিরিজ আমি আর দেখিনি। এর আগে দেখা সেরা সিরিজ ছিল 'দ্য সোপরানোস'। 'দ্য ওয়্যার' অবলীলায় সোপরানোস কে সিংহাসনচ্যূত করলো।
আমার মাইক্রোসফ...
১
এইচবিও-র 'দ্য ওয়্যার' টিভি সিরিজের 'প্রতিষ্ঠাতা' ডেভিড সাইমনের মূল উদ্দেশ্য ছিল আমেরিকান সমাজ ও রাজনীতির ডিসফাংশনটা [১] তুলে ধরা। দ্য নিউ ইয়র্কারের এই প্রবন্ধটিতে সাইমনের এবং ধারাবাহিকটির উদ্দেশ্য নিয়ে বিস্তারিত (১৫ পৃষ্ঠা ছোট ফন্টে ) ও বেশ নিরপেক্ষভাবে করা একটি আলোচনা আছে, পড়লে অনেকের সিরিজটি দেখার ...