বাংলাদেশে আগে কখনও কাজ করিনি আমি। আমার ২ মাসের ইন্টার্নশিপে অনেক কিছু শিখেছি, জেনেছি, চিন্তা করেছি। আজকের লেখাটা হবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা/বিড়ম্বণাগুল নিয়ে।
# সবাই প্রথমেই জানতে চায় আমার দেশের বাড়ি কোথায়? আমি কিন্তু ঢাকায় মানুষ হয়েছি, তাই বলি ঢাকা। তখন মোটামুটি সবাই জানতে চায় আদিবাড়ি/ভিটা কই? অনিচ্ছায় উত্তর দেই বরিশাল ( stereotypeর জন্য)। কিন্তু এই ...