[justify]
দেশে এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন বা বিলুপ্তি নিয়ে আলোচনা পর্যালোচনা হচ্ছে।বলা যায়না আন্দোলনও শুরু হয়ে যেতে পারে এর পক্ষে বিপক্ষে। সবসময় মনে হয় জাতি হিসেবে আমরা আসলে জানিনা কোন ব্যবস্থাটা আমাদের জন্য ভাল। প্রায় এক দশকের স্বৈরশাষনের পর দেশে গণতন্ত্রের যখন পূনঃসূচনা হয়েছিল তখন কিন্তু তা একধরনের তত্ত্বাবধায়ক সরকারের হাত দিয়েই হয়েছিল। শাহাবুদ্দিন আহমদের ...