পোশাক শিল্পে শ্রমিকদের স্বার্থের ব্যাপারটা আলোচনায় আছে অনেকদিন থেকেই। উন্নতির চেষ্টা কিছুটা হয়েছে স্বীকার করতে হয়, তবে সেটা নিতান্তই অকিঞ্চিতকর। ঠিক এই সময়েই যুক্তরাষ্ট্রের কাছে থেকে জিএসপি সুবিধা স্থগিতের ঘোষণা আসল (অবশ্য তাদের টাইম-লাইন ছিল)। এই স্থগিতের ঘোষণায় পোশাক শিল্পে কী ক্ষতি হবে সেটার মূল্যায়ন এই লেখার উদেশ্য না।
বাংলাদেশে মোট রপ্তানির শতকরা কত ভাগ সামগ্রিক ভাবে পোশাক শিল্প থেকে আসে কেউ বলতে পারবেন কি? আমার মত যাদের মাথার মধ্যে এখনো মধ্য-সত্তরের একটা সংখ্যা ঘোরাফেরা করছে, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে ২০০৮-০৯ অর্থবছরে (জুলাই – জুন)এর পরিমান ছিল বিরাশি (৮২%) ভাগের সামান্য উপরে। তার মানে দাড়াচ্ছে কী দাঁড়াচ্ছে? একই অর্থবছরে অন্যান্য সব রপ্তানি পণ্য থেকে আয় ছিল শতকরা সতেরো (১৭%)ভাগের কিছুটা বে...