Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

আজাইরা। ফটোব্লগ। অযথা সময় নষ্ট করতে চাইলে ঢুঁ মারেন

নূপুর বুড়া হয়া গেলো, পাল্টাইতে হইবো ;)

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি
লিখেছেন সৈয়দ নজরুল ইসলাম দেলগীর (তারিখ: মঙ্গল, ১৫/০৯/২০০৯ - ৯:৩৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

মুসলমানের এক জবান, আমার বয়স পঁচিশ... বছর বছর আমি বয়স পাল্টাই না।
সেই মোতাবেক আমি বিরাট জোয়ান পোলা।
কিন্তু আমার বউয়ের বয়স বছর বছর বাড়ে। এইযে আজকাও নতুন কইরা এক বছর বয়স বাড়লো।

আর সেই কারনে গতকালকে থেকে নূপুররে মুরুব্বী মুরুব্বী লাগতেছে। নূপুর আপা, আপনারে জন্মদিনের শুভেচ্ছা, আসসালামুয়ালাইকুম (উফ, মুরুব্বী আমি দুই চোক্ষে দেখতে পারি না)

অফটপিক: (পাত্রী চাই বিজ্ঞপ্তির ড্রাফট নমুনা ...