এই এদিকে আরো কিছু কলাপাতা নিয়ে আসো। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন। কলাপাতা বিছাতে হবে এমন ভাবে যাতে ছিঁড়ে না যায়। কাটা কলাপাতার মাঝখানের ডাঁটা বরাবর চিরে দুটো কলাপাতা এপাশ ওপাশ করে সমান ভাবে বিছাতে হবে। দৌড়ে আরেকপ্রস্থ কলাপাতা আসে, পরম মমতায় বিপ্লবী সন্তু লারমা আমার সামনে বাঁশ দিয়ে বানানো পিঁড়ির উপর নিজ হাতে বেছে কলাপাতা বিছিয়ে দেন। আমার ছেলের সামনের পাতায় একটু কালো ...