জনির মুখে গল্পটা শুনলাম। ওর দুলাভাইয়ের গল্প। ব্যাটা নাকি ভয়ানক বিটল। কোন বন্ধুর সাথে কি নিয়ে জানি তর্ক লাগছে, একদম কাডাকাডি অবস্থা! এ কয় না আমি ঠিক ও কয় হইলে আমার কান কাইটা ফালামু! তো দুজনে বাজি লাগসে। সেও ভয়ানক বাজি, যেই হারবো সেই বাজারের রাস্তা দিয়া ন্যাংটু হইয়া বাড়ি ফিরবো। দুইজনেই রাজি। তো জনির দুলাভাইয়ের কপাল খারাপ, সে হাইরা গেল। কিন্তু বাজি তো বাজিই, কোন মাফ নাই। তাকে ন্যাংটা...