Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

ছবি কবিতা

এলোমেলো ক'টি লাইন আর দু'টি ছবি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ০২/১০/২০০৯ - ১২:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

১)

তোমার ভালবাসার অতল গভীরে আমি খুঁজে পেতে চাই
নিমগ্ন কোন অপরুপ স্বর্ণালী প্রভাত।
যেন সমস্ত ক্লান্তি শেষে তুমুল করতালি মুখরিত
আলোকিত মঞ্চ এক। আমার অলস শিশির কনা-
তোমার অধরের টুকরো টুকরো হাসিতে থাক বর্ণীল।

---------------------------------------------------------------------

২)

শুধু তোমার কাছেই আমি স্থির,
তোমার চেখে চেয়েই সব স্বপ্ন, আজ আমার আর
কোথাও যাওয়ার নেই, শুধু তোমার কাঁকনের প্রগাঢ় রিণিঝিনি
আর আলোড়ি...