এক দ্শক আগের কথা। বাবা গেছেন আমেরিকা। ত্খ্ন বাবার সাথে কথা বলতে অনেকক্ষণ বসে থাকতাম। বেশি কিছু তখনও বুঝতাম না, খালি মা'র মুখে শুনতাম টিএন্ডটি এক্সচেঞ্জ ব্যস্ত। বাবা আবার কিভাবে যেন আমাদের বাসা নাম্বার চাপলেই ফোন চলে আসত। জিজ্ঞাস করাতে বাবা বললেন, উনি নাকি কি কলিং কার্ড দিয়ে কল দেন। ঐ বয়সে এর বেশী কিছু জানার ইচ্ছা আমার ছিল না।
সেই কলিং কার্ড আমি হাতে পেলাম ২০০৩ এ । তখন বিদেশে কল ক...