আইনের শাসন ও কর্পোরেট মিডিয়ার ‘ক্রসফায়ার’ একাঙ্কিকা
বাধন অধিকারী ও তানজিনা ফেরদৌস তাইসিন
সব মানুষের রক্তের রং-ই লাল
বিশ ত্রিশ পয়ত্রিশ কিংবা চল্লিশ বছর আগে যে শিশুরা ভূমিষ্ঠ হয়েছিলো তারা তাদের মায়ের গর্ভ থেকে বন্দুক কিংবা অন্য কোনো অস্ত্র সঙ্গে করে আসে নি। এসেছে বাঁচবার আনন্দ উপভোগ করতে, সৃজন-মানবিকতার সহজাত বোধগুলোকে সঙ্গে নিয়ে। মায়ের সাথে নাড়ীর সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়...