মাঝরাত্রে ঘুম ফুরিয়ে গেলে
কবিতা: মাঝরাত্রে ঘুম ফুরিয়ে গেলে
লিখেছেন আশরাফ মাহমুদ (তারিখ: রবি, ০৪/১০/২০০৯ - ৫:২৪পূর্বাহ্ন)ক্যাটেগরি:
খুব অযৌন দেখি তোমার চুলের সংসার,
ঘুমের শুদ্ধিপত্র।
বিছানায় অঙ্কিত ফুলগুলোর আলগা ছেড়ে
সহাস্যে মুদে আসে রাতের চোখ,
মশারীর ভিতর তোমার বুকের 'পরে সুতোর শিল্পায়ন
দেখি। পাশ ফিরে ঘুমাতে গেলে উচ্ছন্ন সৈনিকের
বুটের শব্দ নিয়ে ছিঁড়ে যায় বোতামের জমাট।
কাল আমাকে আবার সুঁই-সুতোর বিজন নিয়ে বসতে হবে-
অথচ বোতামফুলের রঙঘ্রাণ ভুলে গেছি!
শার্সিতে রোদের বিতরণ দেখে হয়তো
কাল সকালে
স্লেটে শিশু...
- আশরাফ মাহমুদ এর ব্লগ
- ১২টি মন্তব্য
- বিস্তারিত...
- ৪৩১বার পঠিত