হারিয়ে ফেলেছি কিছু মরীচিকা দিগন্তের কাছে
ঝড় রোদ ভেঙ্গে জানি পাব না ফেরার শব্দাবলী
তাই শূন্যের নিকট দু'হাত পাতিনি
আমরাও ফিরব না ভেবে এসে গেছি কতদূর
আজো তবু ছাইচাপা আগুনের কাছে
কিসের ছবক নিতে আসি
কাদের বুকের এ দহন হাহাকার
অন্তলোকের যদি না থাকে আরকের তৃষা!
নিয়তিকে শুতে দাও শীতরাতে ফুটপাতে
নদীভাঙ্গা মানুষের সাথে কাওরানবাজারটা
বিলাপ করতে করতে ঘুমোতে যাক।
বহুদিন হোটেল শেরাটন নদী দেখে নাই
এবার সে নদী দেখুক প্রতিটি নদীভাঙ্গা মানুষের ভেতর।
ওদের পিষ্ট করে এগিয়ে যাক শহরের যাবতীয় পাজেরো
উঁচু দালানের নিচে মালিকের জন্য প্রতীক্ষা
করতে করতে খানিক কাঁদুক বিদেশী সারমেয়গুলো।