আমার টেক্সচার্ড ছবি নিয়ে প্রথম ও দ্বিতীয় পর্ব দেয়ার পর অনেকেই জানতে চেয়েছেন, এইগুলা কেম্নে করে? একটা টিউটোরিয়াল টাইপ কিছু দিতে অনুরোধ করেছিলেন।
আমি আসলে ফটোশপ তেমন পারিনা। টুক টাক যা পারি সবই নিজে গুতায় গুতায় বের করা। এইটা-সেইটা নানান কিছু দিয়া এক্সপেরিমেন্ট কইরা দেখি। কিছু ভালো আসে, আবার কিছু দেখলে বমি আসে। যাইহক আমি নিজে যেভাবে এই ছবিগুলো বানাই সেই স্টেপ গুলো এখানে দিলাম। হ...
সত্যি বলছি, দুস্টামি না, এই ফটোব্লগটা আসলেই হিজিবিজি। আমার আগের হাবিজাবি , আবারো হাবিজাবি এবং এবারো হাবিজাবি এর চেয়ে একেবারেই ভিন্ন এই ব্লগ। কারন ছবিগুলা এইখানে অন্যরকম। ছবিতে টেক্সচার লাগানো।
ব্যপারটা খুলে বলি। ছবি তুলতে বের হলে আমি অনেক ছবি তুলি। কিছু ভালো আসে, কিছু মাঝারি, কিছু একেবারে ওয়াক থু টাইপ। সমস্যা হয় থু টাইপ ছবি নিয়া। হয়ত দেখা গেল এক্সপজার ঠিক নাই, সুন্দর একটা কম্প...