[justify]“মেটাল মিউজিক”-বাংলায় অর্থ করলে দাঁড়ায় ধাতব সংগীত।অনেকের কাছেই যার সংজ্ঞা শব্দ দূষণ,অহেতুক চেঁচামেচি।কেউ বলেন,এসব নেহায়েত কিছু অপরিপক্ক বাউন্ডুলে ছোঁড়ার ছেলেমানুষী গান,বয়স বাড়ার সাথে সাথে যার আবেদন কমে যায়।কিন্তু দুনিয়াজোড়া অগণিত মেটালহেডের(মেটাল সংগীত অনুরাগী এই আর কি) কাছে মেটাল বা ধাতব সংগীত অসীম অনুপ্রেরণার উৎস,সকল বিরুদ্ধ শক্তিকে পদদলিত করে মেটাল দেয় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা।বলাবাহ
http://www.metalhistory.com/metal01.html
এই ডকুমেন্টারিটা বানিয়েছেন স্যাম ডান নামে এক আন্থ্রপলজিস্ট, যিনি কিনা ব্যক্তিগত জীবনে আবার মেটাল মিউজিকের ভক্ত। মজার ব্যপার হল যে এইটা কিনতু কোন সাধারন মিউজিক ডকুমেন্টারি না, অনেকখানি একাডেমিক ইন্টারেস্টে নিয়েই বানানো। কেন লোকজন মেটাল শোনে, কেন অধিকাংশ মানুষ এটা পছন্দ করে না, এড়িয়ে চলে, বেশিরভাগ সময় একে মনে করে কুতসিত চিৎকার চেঁচামেচি… নিন্দা আর গালমন্দ ...