স্বপ্ন ছিল বুকের ভিতর
স্বপ্ন ছিল একা
চোখের জলে স্বপ্ন ছিল
হয় নি তারে লেখা।
স্বপ্ন ছিল ঘরের কোণে
ঘুরত পথে পথে
স্বপ্ন ছিল নীল আকাশের
সাদা মেঘের রথে।
স্বপ্ন ছিল সহজ-সরল
স্বপ্ন ছিল ভালো
যেমন ভালো রাতের আঁধার
এবং দিনের আলো।
স্বপ্ন ছিল চেনা আলোয়
অচেনা এক ছায়া
স্বপ্ন ছিল হাতের মুঠোয়
স্বপ্ন ছিল মায়া।
স্বপ্ন ছিল রাতের তারা
চাঁদের সাথে জাগে
স্বপ্ন ছিল স্বপ্ন মাখা
গোপন অনুরাগে।
...