Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

শীতশীতলাগে তো গরমগরমলাগে

কবি-তা ১২: না-ছড়া-নো সাময়িকী

সাইফুল আকবর খান এর ছবি
লিখেছেন সাইফুল আকবর খান (তারিখ: বিষ্যুদ, ০৮/১০/২০০৯ - ১২:১০অপরাহ্ন)
ক্যাটেগরি:

[এইটার ভূমিকা হৈলো- এইটার আবার কী ভূমিকা লাগে, অ্যাঁ?!]

আবার হাওয়ার ঠাট্টা-হাসি
আবার অক্টোবর।
শাপে বর, না বরেতে শাপ-
বোঝাটা দুষ্কর!

ভোর-বাতাসে হিম মেশানো,
রোদের রঙে শীত।
বিকেল হ'লেই কাঁপতে লাগে
একলা মনের ভিত্।

উদ্লা মনের একলা লাগা
নতুন কিছু নয়,
বছর বছর এমন মাসে
এটাই আমার হয়।

বুঝতে পারি- আসছে উড়ে
প্রিয় ঋতুর মায়া।
জানতে এখন ইচ্ছে, কবে-
আসবে তুমি, প্রিয়া?

[জীবনের বত্রিশ-তম অক্টো...