অতিরিক্ত বুদ্ধিমত্তা যে অনেক সময় কোন রোগের পূর্ব-লক্ষন হতে পারে একথা ভাবতেও অবাক লাগে । প্রকৃতির অপার রহস্য সম্ভারে কতযে অবাক করা বিষ্ময় রয়েছে তার ইয়ত্তা নেই । ধীর গতিতে হলেও মানুষ একে একে অনেক রহস্যের সমাধান করতে পেরেছে, ভবিষ্যতের জন্য রয়েছে আরও আবিষ্কার-উত্ঘাটন । এ যাত্রার কোন সীমা নেই । কোন শুরু নেই, শেষ নেই । অসুখটার নাম এসপার্জার সিনড্রম । এটা এক ধরনের অটিজম, যার রোগলক্ষন শি...