অর্ক'র চোখ
| ছোটদের গল্প...। অর্ক’র চোখ |
লিখেছেন রণদীপম বসু (তারিখ: সোম, ১৯/১০/২০০৯ - ১০:৪৯অপরাহ্ন)ক্যাটেগরি:
...
ঘটনার শুরু কিন্তু গতকাল পঞ্চম শ্রেণীর অংকের ক্লাস থেকে। একেবারে ভিন্নভাবে। সব ছাত্রের মনোযোগ যখন অংক স্যারের দিকে, অর্ক’র দৃষ্টিটা বারবার মাথার উপরে ভন্ভন্ করে ঘুরতে থাকা ফ্যানটাতে গিয়ে আটকে যাচ্ছে। অংক স্যারও এই অমনোযোগী ছাত্রের ব্যাপারটা খেয়াল করেই ডাক দিলেন- এই ছেলে, দাঁড়াও !
থতমত খেয়ে দাঁড়ালো সে।
তোমার কী সমস্যা বলো তো ? ওখানে কী দেখছো ?
একটু ইতস্তত করে বললো- স্যার, সাপ।
...
- রণদীপম বসু এর ব্লগ
- ২৭টি মন্তব্য
- বিস্তারিত...
- ৬৭৭বার পঠিত