স্নিগ্ধা'পু হলেন, ইংরাজীতে যাকে বলে, A misnomer!
বাংলায় বলতে গেলে, বলা যায় 'কানা ছেলের নাম পদ্মলোচন', এই বাগধারার চলিষ্ণু নারীরূপ! সেদিন মূলোদার লেখায় ফার্স্ট ইম্প্রেশানের কথা পড়ে প্রথমেই আমার যার কথা মনে হয়েছিল---তিনি আমাদের স্নিগ্ধা'পু। নাম শুনে যারাই তাঁকে 'স্নিগ্ধ কিছু একটা' ভেবে কথা বলতে গেছে---পরে তাদের অনেককেই প্রান হাতে করে পালাতে দেখেছি।
স্নিগ্ধা'পু তার নামের সম্পুর্ণ বিপরীতে দ...