সোহে ইমামুরা ( ১৫ সেপ্টেম্বর ১৯২৬ - ৩০ মে ২০০৬)
ওবাসুদ নামে জাপানে একটা প্রথা চালু ছিল ছোট ছোট কয়েকটা গোত্রের মধ্যে।বয়স সত্তর পেরোলে তাদের কোন নির্জন পাহাড়ের উপর নিয়ে রেখে আসা হয়।আস্তে আস্তে তারা ক্ষুধায়, পানিশূন্যতায় মারা পড়ে। মৃত্যু নিয়ে কতরকম প্রথা চালু আছে বা ছিল তার ইয়ত্তা নাই। ভাবেন সহমরণের ব্যাপারটা, আমাদের উপমহাদেশেই চালু ছিল। কি ভয়ানক!
...
সিরাতের ‘ইরাক এবং আত্মঘাত’ লেখায় মন্তব্য করতে গিয়ে আমি ইমামুরার প্রসংগ টেনেছিলাম। ‘সেপ্টেম্বর এগারো’ নামের (মূল নাম 11'09"01 September 11) ছবিতে এগারোজন পরিচালকের শেষজন ছিলেন ইমামুরা। সেখানে ইনরিতু ছিলেন এঁদের একজন। (আর্টসবিডির পাতায় ছাপানো এবাদুর রহমানের এবাদুর-ইনারিতু সংলাপিকা য় এবাদ সাহেবের নিজস্ব বাংলায় পাবলিক ব্যাপক চিল্লাফাল্লা করেছে।) আমার ...