রসায়নকে কেউ কেউ সবথেকে নীরস নিরানন্দ বিষয় বলে মনে করে । এরকম রস-কষহীন বিষয়ের নাম রসায়ন হওয়াটা নাকি একটা বিশ্রী কৌতূক । আমি দ্বিমত পোষণ করি । কয়েকটি ঘটনা বলি, এরকম অনেকগুলো কারনে রসায়ন জিনিসটা আমার কাছে খুব একটা নীরস মনে হয়না । বেশিরভাগ ঘটনা আমার নিজের অভিজ্ঞতা, আর শেষের ঘটনাটা একটা বই পড়ে জানতে পেরেছি গতকাল রাতে ।
পর্যায় সারনী
পর্যায় সারনীর কিছু অংশ মুখস্থ রাখা এক সময় অবশ্য কর্...