ক্যামেরা হাতে এসেছে খুব বেশীদিন হয় নি। মাত্র কয়েক মাস। তাও যদি ধুমছে ছবি তুলতে পারতাম, তাহলেও দুঃখ থাকতো না। (উন্নত প্রজাতীর অলস হলে যা হয় আর কি :D ) । তারপরেও মাঝে মাঝে ক্যামেরা হাতে নিয়ে বের হই। যেহেতু ছবি তোলার জন্য তেমন সময় পাই না ..... তাই ছবি তোলার প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছি 'দৈনন্দিন জীবন'-কেই। চলতে ফিরতে চোখের সামনে যা পাই সেটাই তোলার চেষ্টা করি।
[লাষ্ট পুষ্টে পুরা ইজ্জতের উপর হামলা হইছে ... হালায় ফ্লিকার থিকা HTML কুড আইনা পেজ ভাসায়া দিলাম, মাগার কুনু ছবি দেহায় না ... চারিদিকে খালি কুড আর কুড। রিচ টেক্সট এডিটর সাব ঠাডা পইরা মরুক, লুকটা খুউপ খ্রাপ। আইজ আবার নয়া কইরা বইছি, কুনুরুপ চুদুর-বুদুর হইলে এডিটর সাবের ভুড়ি গালায়া তুরাগের ঐপাড় ফালায়া আসুম!!!]