পর্ব ১, পর্ব ২
সাত্তার সারের ভাত ঘুম (সাজানো/সর্টিং)
শেষমেশ ভাত ঘুমটা আর জুত করে দেয়া গেলোনা ...
ক্লাস এইট সি-সেকশনের ক্লাস টিচার আবদুস সাত্তার স্যারের আজ মেজাজ বেজায় খারাপ। কলেজিয়েট স্কুলের সবচেয়ে বদমাশ ছাত্রদের ধরে ধরে ভরা হয়েছে এই শাখায়, আর এদের বাঁদরামি সামলাতে হয় উনাকেই। দুপুর পেরুলেই ক্লাস প্রায় ফাঁকা, ক’দিন আগে স্টেশন রোডের এক সিনেম...