অনেকদিন পর গীতিকথা পোস্ট করছি, যদিও এই গানগুলো লেখা হয়েছে নানা অসময়ে অনেক আগে।
মেঘের ডানা সঙ্গী আজ তারার ঘুড়ি
তোমার জানালা কেনো খোলা
চাঁদ নিভে গেলে-ও প্রভার ছড়াছড়ি
গ্রীল ধরে ভাবছো তুমি একলা
মাতাল রাত মহুয়ার প্রতিকৃতি
তোমার চোখে
নবজন্ম নিচ্ছে জীবনের স্বাতী
শঙ্খজীবন
======
আঘাত করো ততো, এখন কতো সহজে হৃদপদ্মের পাশে
রোদ পোহায়ে চলে ব্যথার কুমির
নীলাভ সূর্যের যতো আলোকতৃষ্ণা সব বড্ড বেশি একপেশে
সুরের ভেতরে কোন রঙ জাগে অস্থির
================================
গীতিকথা (লিরিক): তোমার চিন্তা রাতে ছায়ার খোরাক
================================
তোমার চিন্তা রাতে ছায়ার খোরাক
অগোছালো স্বপ্ন মেলে
আমার রাতশস্যে আলেয়া জোনাক
যেমন যাচ্ছে এলেবেলে
প্রায়দিন বাড়ি ফিরি- বাসে-ট্রেনে
চোখগুলো জীবনের ইস্টিশনে সংকেতবাতি
কোনদিন ভুল করে-ও আনমনে
হয় না ফেরা নিজের কাছে পুরোপুরি অরতি
অচিন সূত্রে পরষ্পরকে রাখি স্বপ্নকোলে
ঠিক ঠিক ভ্রমর হবো হয়তো জারুল ফুলে
হও য...
এই গানটা লিখেছিলাম অনেক আগে, বছর দেড়েক হবে বোধহয়। সেদিন পুরাতন লেখা ঘাটতে গিয়ে চোখে পড়ে, একটু ঘষামাজা করে নিচে দিলাম।
================================
তুমি হাওয়ায় দিলে ঝাঁপ, হাওয়ায় দিলে উড়াল
আমি হাওয়ার ম্যেঁয়াও বিড়াল
হাওয়ার তালে উড়ে যার চুলপাখি
হাওয়ার ছকে তার দেহপাতা আঁকি;
আমার যেমনিচ্ছে খেয়াল
নীল মেঘ দেয় হাতছানি
জামকালো তিলে ঘুমখনি
তোমার নদীতে লুকাই সাঁতার
তোমাকে চাই যে কোন প্রকার
আমার যে...
===================
গান: অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
===================
বিকেলের আনাগোনা একটি পথে হারায়
অহঙ লেগে আছে যার চুলের খোঁপায়
চাপা স্বভাবে কমল নীরবে কী বলা যায়
জানাতে গেলে-ও না জানার দোলায়
ঝুলে থাকি ভ্রান্তি নিয়ে কেয়াবনে পথ হারানো
অন্য খোঁপায় তবে বিকেল না হয় মনমাড়ানো
একটি তারা ঘুমিয়ে পড়বে একা
একটি তারা তার চোখের পাহারা
একটি চাঁদ লুটিয়ে আসবে বাঁকা
একটি চাঁদ বিহারে জোছনাধারা
হাত চলকে টে...
===========================
আপেল-ঘ্রাণে ম্রিয়মান হয়ে গেছে বাকি সব হেমন্ত
হেমন্ত স্মৃতিতে ঘুমঘুম
পানের বরজে রাতের ছায়া লুকোচুরি খেলে অক্লান্ত
ক্লান্ত ঘর আছে নিঝুম
আপেলে অটুট থাকে স্পর্শের লিপি, নরম অক্ষর
এক কালি ও পাঁচ কলমে আঁকি আপন স্বাক্ষর
হাতে যদি তোলা একটি সিঁড়ির অবয়ব
অবয়ব আমার জানে মালতীর গন্ধ সব
আপেল গঠনে মেঘ আছে থোকা থোকা
চাঁদের ভস্ম কার কাড়ে নজর
মৌনতার ঘরে দু'জন রই চুপচাপ
পানের বরজ...