অনেক অনেক দিন আগের কথা, তখন ঢাকার রাস্তায় যানজট এই এতটাই ছিলো, তবে এখনকার মতো বিদ্যুত বাবাজীর বেড়াতে যাবার শখ আহ্লাদ এরকম মাত্রা ছাড়ানো ছিলোনা! সেই সময়ের এক মনোরম সন্ধ্যায় গ্রম গ্রম পিঁয়াজুতে আয়েশ করে কামড় বসানো মাত্র বেজে উঠেছিলো বেরসিক দূরালাপনিটা। অপর প্রান্তে আমার বোন দোলার কাঁদো কাঁদো স্বর! দোলা কইলো তাড়াতাড়ি খোখায় যাও, তোমারে একখান লিঙ্ক দিসি। বাধ্য বইনের মতো গেলাম। দেখ...
[justify]
গত চার পাঁচদিন ধরে স্বভাববিরুদ্ধ মিনমিনানী চলছিলো অনবরত! ভাই বেরাদার গোত্রের এক মহামানব নজ্রুলিস্লামের জর্মদিন আর এদিকে আমি ভেবেই পাচ্ছি না কী করা যায়! উনারে নিয়ে পোস্টানো আমার শ্রদ্ধেয় পিতার পক্ষেও সম্ভব না, আর আমি তো একজন মাইক্রোমিনি হাচল! অথচ এরকম বিশেষ দিনগুলো খুব আনন্দদায়ক আমার জন্যে, এসব দিনে খেটেখুঁটে কিছু একটা দাঁড় করিয়ে প্রিয় মানুষগুলোকে ভালোবাসা [সাথে চমকানী ফ্...