খুব ব্যস্ততার মধ্যে সময় কাটছে। টার্ম প্রায় শেষ হতে চলল, আগামী কয়েকদিনে একটা প্রেসেন্টেশন, একটা রিপোর্ট জমা, ২টা ফাইনাল পরীক্ষা, ফান্ড সংক্রান্ত অনিশ্চয়তা - সব মিলিয়ে হাঁপ ছাড়ার উপায় নেই। এরকম ব্যস্ততায় সচরার কারো সাথে কথা বলতে পারিনা, কথায় কথায় সবাইকে জানিয়ে দেই - পরীক্ষা, সময় নাই ইত্যাদি, ইত্যাদি। কিন্তু আদতে যা করি, তা হল ১০ মিনিট পরপর সচলে ঢু মারি কে কি লিখল, কে কি ব...