জীবনের কাছে অনেক খানি পরাজিত,তবু কখনো ভেঙ্গে পরি নাই । এক অস্থিরতা কিছু না পাওয়ার বেদনায় মন কাতরিত হয়ে আছে । কি জানি এক শূনতা হৃদয় জুড়ে । প্রতিদিন ঘুমের মাঝে স্বপ্ন দেখি,স্বপ্নের মাঝেও ঘুমায় এই আমার জীবন । তখন শহীদুল্লা হলের ২৪০৫ নম্বর রুমে থাকি । বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায় কখনও টিএসসি,কখনও কলা ভবন তো কখনও নিল ক্ষেতে । আমি ছোট বেলা থেকেই নিজের সংস্কৃতিকে নিজির মাঝে লালন ...