[justify]United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর তত্ত্বাবধানে ১৯৯৫ সাল থকে প্রতিবছর জলয়ায়ু পরিবর্তন বিষয়ক Conferences of the Parties বা COP সংগঠিত হয়ে আসছে। ডিসেম্বর ৭ থেকে COP 15 নামে এবারের (২০০৯) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে কোপেনহেগেনে যা ডিসেম্বরের ১৮ তারিখ পর্যন্ত চলবে। ২০১২ তে কিয়োটো প্রটোকল এর মেয়াদ শেষ হয়ে যাবে সুতরাং এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য তার আগেই জলবায়ু পরিবর্তন বিষয়ক নতুন একটি আন্তর্জাতিক চুক্তির পথে এ...