[justify]ইহারা বরাহ। তবে মনুষ্য ভেকধারী। মনুষ্য পদবাচ্য হইলেও গুণ বিচারে মনুষ্যত্বের ছিঁটেফোঁটা ইহাদের মধ্যে খুঁজিয়া পাওয়া দুষ্কর। বলা যায় প্রাণিজগতের প্রজাতি বিচারে ইহারা হোমো সেপিয়ান্স্ মাত্র। বাহ্যিক রূপে দেখিতে ইহারা বরাহ তুল্য। চরিত্র বিচার খানিক বিলম্বে করিব। একখানা গল্পের কথা মনে পড়িয়া গেল। এক বৃদ্ধমহিলা তাঁহার রামছাগল খুঁজিয়া পাইতেছিল না। খুঁজিতে খুঁজিতে এক হুজুরে...