[justify]
যথারীতি দুপুর বারোটার দিকে ঘুম ভাঙ্গলো আজকেও। পেপারটা হাতে নিতেই এই কোম্পানি-ওই কোম্পানির বিজয় দিবসের শুভেচ্ছায় ভেসে গেলাম। বিজয় দিবসের আচঁ অবশ্য বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলাম। খোমাখাতায় পুলাপানের বিজয়ের মাসের স্পেশাল প্রোফাইল ফটোর জন্য পাগলপ্রায় অবস্থা। আমি এখন আর এসব ব্যাপারে ওভাবে আলোড়িত হই না। এখন সব দিনই আমার কাছে ঈদের দিন, সব মাসই আমার কাছে বিজয়ের মাস।
আগে বিজয় দিব...