Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

শিশুমস্তিষ্ক

প্রজ্ঞার বুড়ো দাদু এবং চাহিদা-যোগান

সাঈদ আহমেদ এর ছবি
লিখেছেন সাঈদ আহমেদ (তারিখ: শুক্র, ১৮/১২/২০০৯ - ১১:০০অপরাহ্ন)
ক্যাটেগরি:

: বাবা, এই বুড়ো দাদুটা কে?
: ইনি একজন যোদ্ধা, মামণি।
: যোদ্ধা কি করে?
: যুদ্ধ করে।
: যুদ্ধ কী?

এইখানে আমি একটু ঝামেলায় পরে যাই। কোথায় যেন পড়েছিলাম, “শিশুকে একটা পোকা না মারতে শেখানো আসলে শিশু ও পোকা দুজনের জীবনের জন্যই একই রকম জরুরী”।
জ্ঞানের কথা! আমি কখোনই মেয়েকে বন্দুকজাতীয় খেলনা দিয়ে খেলতে দেই না, মারামারি-কাটাকাটি জাতীয় কার্টুনও বাসায় নিষিদ্ধ। এমনকি ব্যাটম্যান-স্পাই...