গ্রীষ্ম তখন শুরু।
কৃষ্ণচূড়ার ডালে ডালে গ্রীষ্ম এসে জানান দিচ্ছে, আমি এসেছি।
এই পথে, দুদিকে দুটো কৃষ্ণচুড়া- লালে লাল, আর এই পথে-
ভোরের নরম আলো মাখা প্রহরে প্রথম দেখা দুজনার।
কেউ কাউকে চেনে না, কেউ জানে না কাউকে-
কিন্তু সে প্রথম দেখার দুজোড়া চোখে কি ছিল,
কৃষ্ণচূড়ার লালরঙ আবীর হয়ে ছড়িয়ে যায় দুজনার চোখে মুখে।
মেয়ে তুমি কাকে দেখলে! এ যে তোমার আজন্ম লালিত স্বপ্নপুরুষ।
কোথ...