Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

সব

হীরককুচি ভালোবাসা/ মধুবন্তী

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২২/১২/২০০৯ - ১২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

গ্রীষ্ম তখন শুরু।
কৃষ্ণচূড়ার ডালে ডালে গ্রীষ্ম এসে জানান দিচ্ছে, আমি এসেছি।
এই পথে, দুদিকে দুটো কৃষ্ণচুড়া- লালে লাল, আর এই পথে-
ভোরের নরম আলো মাখা প্রহরে প্রথম দেখা দুজনার।
কেউ কাউকে চেনে না, কেউ জানে না কাউকে-
কিন্তু সে প্রথম দেখার দুজোড়া চোখে কি ছিল,
কৃষ্ণচূড়ার লালরঙ আবীর হয়ে ছড়িয়ে যায় দুজনার চোখে মুখে।
মেয়ে তুমি কাকে দেখলে! এ যে তোমার আজন্ম লালিত স্বপ্নপুরুষ।
কোথ...