১
নিতান্ত বাধ্য না হলে আমি ছোটগল্প পড়ি না। কেমন জানি ধরার আগেই ফুরায় যায় ধরনের একটা অনুভূতি হয়। ইংরেজি সাহিত্যে বহুদিন ধরেই মনে হয় এধরনের লোকের সংখ্যা বাড়তে থাকায় তারা লেখেও বিশাল সব জিনিস (রবার্ট জর্ডানের 'হুইল অফ টাইম' সিরিজের কথা মনে পড়ছে, ১২ কিস্তি, কোনটাই ১০০০ পৃষ্ঠার কম না। পড়ে সিরিয়াস আরাম পাইসিলাম!)
যাই হোক, তারপরও কেমনে কেমনে জানি ছোটগল্প পড়া হ...