Warning: Creating default object from empty value in i18ntaxonomy_term_page() (line 34 of /var/www/sachalayatan/s6/sites/all/modules/i18n/i18ntaxonomy/i18ntaxonomy.pages.inc).

মানুষের মাংস বড় বিস্বাদ

ফ্রাইপ্যানে হৃদয়-ভাজা

জুয়েইরিযাহ মউ এর ছবি
লিখেছেন জুয়েইরিযাহ মউ [অতিথি] (তারিখ: মঙ্গল, ০৫/০১/২০১০ - ২:৪১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

নগ্নতা ছেড়ে শরীরের ভাঁজে ভাঁজে
উঠেছে রঙিন আভরণ।
ভেতরে কাঁচা মাংসখেকো গুহামানব।
প্যানথারের থাবার আগেই আজও
হরিণের চামড়ায়-মাংসে মানুষের তীরের
দগদগে ক্ষত।

চড়চড় ফর্ ফর্ শব্দে ছিঁড়ে আনা
দুধেল-গাভী, শম্বর, বারাশিঙা, পাঁঠার
বড় - ছোট - মাঝারি হৃৎপিন্ড,
হৃদয়।

পেঁয়াজ, মরিচ, হলুদে মাখামাখি, সুস্বাদু-
গণগণে আগুনের আঁচে চকচকে ফ্রাইপ্যানে।

গবেষকের নথিতে মানুষখেকোর
দুঃখ উঠে আসে-
ইন্টেল...